রাতের আঁধারে কুমিল্লা সীমান্তে ভারত থেকে পুশইন, ৫২ জন আটক

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৫, ১১:৫৫| আপডেট : ২২ মে ২০২৫, ১২:৩১
অ- অ+

কুমিল্লা ও ফেনী জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে পুশইনের সময় ৫২ জনকে আটক করেছে বিজিবির টহলদল।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলা পৃথক অভিযানে ৪, ১০ এবং ৬০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এদের আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৮ শিশু রয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তাদেরকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে পুশইন করেছে। বর্তমানে আটক ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার কার্যক্রম চলছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, পিএসসি বলেন, ‘সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে। বিএসএফ কর্তৃক পুশইন বন্ধে কূটনৈতিকভাবে উদ্যোগ গ্রহণ অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকাগুলোতে এ ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটছে, যা নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগও রয়েছে। বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নিয়মিত টহল ও নজরদারি বাড়িয়েছে।

(ঢাকা টাইমস/২২মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী জয়া আহসান
ডা. জুবাইদা রহমানের আপিলের পরবর্তী শুনানি সোমবার
চাঁদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত 
সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর গেজেট প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা