বনানীতে বাপ্পা মজুমদারের বাসায় আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন গায়ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৫, ১৭:১৬
অ- অ+

জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার পর গায়কের বনানীর বাসায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন বাপ্পা মজুমদার নিজেই।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি, আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ, তারা দ্রুত পদক্ষেপ না নিলে কী যে হয়ে যেত, ভাবতেই শিউরে উঠছি! একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।’

এ বিষয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে চারদিকে ধোঁয়ায় অন্ধকার দেখি। আগুনের আঁচ এসে মুখে লাগে। ঘাবড়ে যাই, কী করব বুঝে উঠতে পারছিলাম না। কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। পরে এক বন্ধুর বাসায় আশ্রয় নেই।

এ অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিইউটি অফিসার খালেদা ইয়াসমিন ঢাকা টাইমসকে জানান, এদিন ভোর ৫ টা ৫৫ মিনিটে বনানীর এ ব্লকের ওই বাসায় আগুনের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২২মে/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম
মুন্সীগঞ্জে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২০ জন
পাবনায় বালুমহাল দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৭
অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্র খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা