নায়িকা নুসরাত ফারিয়া কারাগার থেকে বেরিয়ে যা লিখলেন

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৫, ১০:৪১| আপডেট : ২১ মে ২০২৫, ১৩:৩৬
অ- অ+

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া মামলা-আটক ও কারাগারে থাকার পর মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন। বিকেল সাড়ে ৩টায় গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে তাকে বের করা হয়। এ সময় দেখা যায়, নায়িকা বহন করা সাদা গাড়ির এক কোনে মুখের ওপর হাত দিয়ে বসে আছেন তিনি।

মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে ‘অ্যাডমিন’ পোস্টে সবাইকে ধন্যবাদ জানান। নায়িকার ফেসবুক পেজ থেকে বলা হয়, ‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকী আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখব। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।’

বৈষম্যবিরোধী আন্দোলনে ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গতকাল সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

উল্লেখ্য, গত রবিবার নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

(ঢাকাটাইমস/২১ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অতীত ভুলে র‌্যাব সদস্যদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি এনসিপির
ইশরাককে শপথ না করাতে রিটের আদেশ বৃহস্পতিবার
শ্রমিকদের পাওনা শোধ না করলে মালিকদের জেল: শ্রম উপদেষ্টা সাখাওয়াত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা