পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালানো দুই মাদকসেবী ফের গ্রেপ্তার

বরিশাল নগরীর ভাটিখানার সাহাপাড়ায় মাদক সেবনকালে আটক হওয়ার পর হাতে হ্যান্ডকাপ পরানো অবস্থায় পালিয়ে যাওয়া দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিনগত গভীর রাতে দুজনকে সাহাপাড়ার মাদক ব্যবসায়ী ইব্রাহীম ও সম্পার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত। তিনি বলেন, পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এর আগে তারা বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পালিয়েছিলেন।হাতে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার পর পুনরায় গ্রেপ্তার দুই যুবকের নাম মিরাজ ও রাসেল। তারা সবাই ভাটিখানা এলাকার বাসিন্দা।
ঘটনার প্রত্যক্ষদর্শী এবং থানা পুলিশ জানিয়েছে, মাদক কেনাবেচার গোপন খবরে ভাটিখানার সাহাপাড়া সড়ক এলাকায় অভিযান চালায় কাউনিয়া থানার এসআই মামুনের নেতৃত্বে একটি দল। এসময় পাঁচ মাদক সেবনকারীকে ৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে তারা। তখন মিরাজ ও রাসেলের হাতে একটি হ্যান্ডকাপ পড়িয়ে বাকি তিনজনকে ঝাঁপটে ধরে পুলিশ সদস্যরা। ঠিক সেই মুহূর্তে হাতে হ্যান্ডকাপ পড়া অবস্থায় পার্শ্ববর্তী বাড়ির মধ্য থেকে দৌড়ে পালিয়ে যায় রাসেল ও মিরাজ। এরপর তারা একই এলাকার মাদক কারবারি ইব্রাহীম ও সম্পার বাসায় আত্মগোপন করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় সেই বাসা থেকেই তাদের ফের হ্যান্ডকাপসহ গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের অভিযানের আগেই ইব্রাহীম ও সম্পা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। ওসি নাজমুল নিশাত বলেন, এ দুজন মাদকসেবী। পালিয়ে যাওয়ার পর পুলিশের অভিযানে পুনরায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
(ঢাকা টাইমস/২২মে/এসএ)

মন্তব্য করুন