পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন সৌম্য,দলে ফিরলেন মিরাজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৫, ১৯:২৪
অ- অ+

পিঠের ইনজুরির কারণে পাকিস্তান সফরের দল থেকে ছিটকে গেলেন সৌম্য সরকার। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সৌম্য পিঠের ডান পাশের নিচের অংশে ব্যথা অনুভব করছিলেন গত এক সপ্তাহ ধরে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, শারীরিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, সৌম্যর এই চোট সারাতে প্রায় ১০ থেকে ১২ দিনের পুনর্বাসন প্রয়োজন। সে কারণে পাকিস্তান সিরিজে তার খেলা সম্ভব নয়। ফলে আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজে তাকে পাওয়া যাবে না নিশ্চিতভাবেই।

সৌম্যের জায়গায় জাতীয় দলে যুক্ত হয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পিএসএল খেলতে মিরাজ বর্তমানে পাকিস্তানেই অবস্থান করছেন। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন তিনি। আজ রাতেই এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে তার দল। লাহোরের হয়ে খেলছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও রিশাদ হাসান।

মিরাজ এর আগে বাংলাদেশ দলের হয়ে ২৯টি টি২০ ম্যাচ খেলেছেন। তার অভিজ্ঞতা সাম্প্রতিক ফর্মের ওপর ভরসা রেখেই তাকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

(ঢাকাটাইমস/২২মে/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা