উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগের দাবিতে উত্তাল মুরাদনগর

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিকালে সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এবার এই একই দাবি উঠেছে কুমিল্লার মুরাদনগরের একটি বিক্ষোভ মিছিলে।
পুলিশ প্রশাসনের নীরবতায় মুরাদনগরের সর্বত্র পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী, চাঁদাবাজ,অবৈধ ড্রেজার ব্যবসায়ী, মাদক কারবারিদের বিচরণ ও প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করে মুরাদনগর উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার বিকালে মুরাদনগর সদরের বিএনপি অফিস থেকে মিছিল শুরু হয়ে উপজেলা অফিস ও মুরাদনগর থানা প্রদক্ষিণ করে আরবী চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল দেবনাথ, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা নাহিদুল ইসলাম নাহিদ।
বক্তারা বলেন- সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গ্রেপ্তার হয় আর মুরাদনগরে ওসির সহযোগিতায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়।
তারা আরও বলেন, আমরা ৫ আগস্ট ভেবেছিলাম স্বৈরাচারমুক্ত হয়েছি কিন্তু আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর দেখি নব্য স্বৈরাচার মুরাদনগরে চেপে বসেছে। এজন্য অবিলম্বে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। এছাড়া মুরাদনগরে আওয়ামী লীগের পুনর্বাসন করার অভিযোগে আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।
এতে জুলাই-আগস্ট আন্দোলনে কোম্পানিগঞ্জে শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়া সমন্বয়ক নাহিদুল ইসলাম নাহিদ বলেন, ‘আসিফ মাহমুদ আপনার সৎ সাহস থাকলে পদত্যাগ করুন। জুলাই বিপ্লবকে ধারণ করলে নাহিদ ইসলামের মত আপনিও পদত্যাগ করুন। মুরাদনগরে আসিফ মাহমুদের বাবা ও তার আত্মীয় স্বজনের কথায় চলে ওসি ও উপজেলা প্রশাসন। তাদের কথা ছাড়া মামলাও নেয় না।’
আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে এ মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২২মে/এলএম/এমআর)

মন্তব্য করুন