আমিরাতের বিপক্ষে শেষ টি-২০তে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৫, ২০:৫৪| আপডেট : ২১ মে ২০২৫, ২০:৫৮
অ- অ+

পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজের আগে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে সমতায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ। তাই শেষ ম্যাচটি জিততে দুই দলই মরিয়া হয়ে আছে।

বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ফলে আগের দুই ম্যচের মতো এবারও প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ।

বাংলাদেশ ও আরব আমিরাতের দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ছিল। তবে দুই বোর্ড সিরিজটি তিন ম্যাচের করার বিষয়ে সম্মত হয়েছে। সিরিজের শেষ এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন এসেছে বাংলাদেশ।

এদিকে একাদশে জায়গা হারিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় নেওয়া হয়েছে ওপেনার পারভেজ ইমনকে। পেসার নাহিদ রানার জায়গায় একাদশে আছেন হাসান মাহমুদ । এছাড়া স্পিন অলরাউন্ডার তানভীর ইসলামের জায়গায় টি-২০ দলের সহ অধিনায়ক শেখ মেহেদীকে একাদশে নেওয়া হয়েছে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম, শেখ মেহেদী, হাসান মাহমুদ।

সংযুক্ত আরব আমিরাত একাদশ: মোহাম্মদ ওয়াসেম, আরিয়ানশ শর্মা, আলিশান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পরেশার, মোহাম্মদ জোহাইব, হায়দার আলী, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মতিউল্লাহ খান, সগির খান।

(ঢাকাটাইমস/২১মে/এলকে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্ত্রসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য আটক
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি
কমনওয়েলথ চার্টার কর্মশালার উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ
নুরুল হুদার সঙ্গে মব সৃষ্টিকারীদের বিচারের দাবি রিজভীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা