পুশ-ইন
ভারতীয় নাগরিক হলে অবশ্যই ফেরত নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, পুশ-ইনের ঘটনায় ভারতকে চিঠি পাঠানো হয়েছিল। তবে দেশটি এখনও চিঠির জবাব দেয়নি। তবে পুশ-ইনের মাধ্যমে কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে থাকলে তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত থেকে পুশ-ইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত থেকে পুশ-ইন বন্ধে দেশটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ। এ বিষয়ে দিল্লিকে ঢাকা জানিয়েছে, এভাবে পুশ-ইন করাটা ঠিক না। আমরা চেষ্টা করছি যাতে নিয়মের বাইরে যেন কিছু না ঘটে।
দিল্লি এ বিষয়ে রেসপন্স করেছে কিনা, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছে। আমরা আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করেছি। এভাবে দেওয়াটা যে ঠিক না এটা আমরা তাদের বুঝিয়েছি এবং আমরা তাদের বলেছি আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) আছে, সেই প্রক্রিয়া অনুযায়ী আমরা যাব। তারা কিছু তালিকা দিয়েছে, আমরা সেই তালিকা স্বরাষ্ট্রের মাধ্যমে চেক আপ করছি।
ভারতীয় নাগরিক ও যারা রোহিঙ্গা তাদের পুশব্যাক করা হবে কী না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এ ব্যাপারে আমার কাছে সুস্পষ্ট ব্যাখ্যা এখনো নেই। আমরা সাধারণত পুশ ব্যাক করি না। তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত হবে তাদের অবশ্যই ফেরত নিতে হবে।
সম্প্রতি ভারত সরকার স্থলপথে বাংলাদেশি পণ্যে আমদানি নিষিদ্ধ করেছে। বাংলাদেশ এ বিষয়ে কোনো উদ্যোগ নিয়েছে কিনা এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠি দিল্লিতে পাঠানোর কথা। এ বিষয়ে উপদেষ্টা বলেন, বাণিজ্য উপদেষ্টা বিষয়টা দেখছেন। তবে এখনও দেশটির সঙ্গে সই হওয়া কোনও চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি।
পররাষ্ট্র সচিবের দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, পররাষ্ট্র সচিব জসীমউদ্দিন নিজ থেকেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। আগামী দুই-একদিনের মধ্যে নতুন সচিব নিয়োগের প্রজ্ঞাপন হবে।
এছাড়াও প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ে বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
(ঢাকাটাইমস/২১মে/এমআর)

মন্তব্য করুন