উত্তরায় ডিবির অভিযানে ‘সনদ জালিয়াতি’ চক্রের মূলহোতা গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে জাল সনদ তৈরি ও বিক্রি চক্রের মূলহোতা সাগর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকালে উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল। এসময় বিপুল সংখ্যক বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল সনদ, প্রশংসাপত্র, পুলিশ ক্লিয়ারেন্স সহ বিভিন্ন সনদপত্র পাওয়া গেছে।
ডিবি পুলিশের একাধিক সূত্র ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। সাগর আলীর বাড়ি জয়পুরহাটের আক্কেলপুরের গুপিনাথপুর।
সূত্র বলছে, ডিবির কাছে অভিযোগ ছিল উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৪ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন ধরনের সনদপত্র তৈরি করে বিক্রি করা হচ্ছে। এমন খবরে ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়ার নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পরে জাল সনদ তৈরি অবস্থায় সাগর আলীকে হাতেনাতে ধরা হয়।
এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া ঢাকাটাইমসকে বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ডের নামে জাল সনদ (সার্টিফিকেট) ও নম্বরপত্র (মার্কশিট) বিক্রি করে আসছিলো সাগর আলী। এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স প্রতিটি সনদের জন্য নিচ্ছিলেন মোটা অঙ্কের টাকা। তার কাছ থেকে বেশ কিছু জাল সনদ ও নম্বরপত্র জব্দ করা হয়েছে।’
সাগর আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাছ থেকে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া জানান, এ পর্যন্ত হাজারের অধিক পুলিশ ক্লিয়ারেন্স, জাল সনদ ও নম্বরপত্র বানিয়ে বিভিন্নজনের কাছে সরবরাহ করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
(ঢাকাটাইমস/২১মে/এসএস/এমআর)

মন্তব্য করুন