বিএনপি নেতা সাজুর সঙ্গে মীরপুর সিদ্ধান্ত হাইস্কুলের নবগঠিত পর্ষদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৫, ২০:১৭| আপডেট : ২১ মে ২০২৫, ২০:২৪
অ- অ+

ঢাকা-১৪ আসনের জনতার নেতা এবং দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজধানী ঢাকার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান মীরপুর সিদ্ধান্ত হাইস্কুলের নবগঠিত পরিচালনা পর্ষদ।

বুধবার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি, প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি এবং অভিভাবক প্রতিনিধিরা এ সাক্ষাৎ করেন।

১৯১৬ সালে প্রতিষ্ঠিত মীরপুর সিদ্ধান্ত হাইস্কুলের একসময় সভাপতি ছিলেন এস এ সিদ্দিক সাজু।

জানা গেছে, আজই (বুধবার) মীরপুর সিদ্ধান্ত হাইস্কুলের এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. মাহবুবুল আলম, শিক্ষক প্রতিনিধি মো. আবুল হোসেন, অভিভাবক প্রতিনিধি জাকিরুল আলম এবং সদস্য সচিব করা হয়েছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানকে। পরিচালনা পর্ষদ আগামী ছয়মাস তাদের দায়িত্ব পালন করবেন।

এদিকে পরিচালনা পর্ষদের সঙ্গে আলাপকালে বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজু শিক্ষার মানোন্নয়ন নিয়ে কথা বলেন।

শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানে আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষা অর্জন করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ও পাঠমুখী হয় সেজন্য নানা কৌশল অবলম্বন করতে পারলে তবেই শিক্ষার যথার্থ মানোন্নয়ন হবে।’ এসময় তিনি ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নয়নের প্রতিও তাগিদ দেন।

বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেশি তৈরি কথা উল্লেখ করে এস এ সিদ্দিক সাজু বলেন, ‘যে দেশের শিক্ষাব্যবস্থায় বিজ্ঞানের সঠিক ব্যবহার, পরিচর্যা ও বিস্তার যত বেশি, সেদেশ তত এগিয়ে, তত উন্নত। মাধ্যমিক স্তরকে জীবন গড়ার মূল স্তম্ভ বলা যেতে পারে। আর তাই এ স্তরে বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নে আরও সচেতন হতে হবে।’

(ঢাকাটাইমস/২১মে/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমিরাতের কাছে টি ২০ সিরিজ হারলো বাংলাদেশ
আজ শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সকাল-সন্ধ্যা অবস্থান করবে ছাত্রদল
জিওটেক্সটাইলের গবেষণা ও উৎপাদন বাড়াতে হবে
তারুণ্যের সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা