এবার মিরাজকে পিএসএল খেলার অনুমতি দিলো বিসিবি

পাকিস্তান সুপার লিগে সাকিব আল হাসানের দল লাহোর কালান্দার্সে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। এরইমধ্যে বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছিলেন মিরাজ। আবেদনের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ডানহাতি এ টাইগার অলরাউন্ডারকে এনওসি দিয়েছে বিসিবি।
একটি সূত্র জানায়, আজ সোমবার রাতেই পাকিস্তানের ফ্লাইট ধরবেন মিরাজ। মূলত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে স্কোয়াডে না থাকার কারণেই কম সময়ের মধ্যে এনওসি পেয়েছেন তিনি।
জানা গেছে, লাহোরের হয়ে খেলা সিকান্দার রাজার রিপ্লেসমেন্ট হিসেবে মিরাজকে নিয়েছে দলটি। গতকাল পেশাওয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে লাহোর। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করে তারা।
মূলত টুর্নামেন্টের শেষ পর্যায়ে শাকিবের পর মিরাজকে যুক্ত করে স্পিন আক্রমণ আরও শক্তিশালী করলো লাহোর।
(ঢাকাটাইমস/১৯মে/আরকে)

মন্তব্য করুন