ম্যাজিস্ট্রেট-পুলিশ-সাংবাদিক সেজে চাঁদাবাজি! জনতার হাতে তিন প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  প্রকাশিত : ২১ মে ২০২৫, ২১:৫৫
অ- অ+

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর বাজারে চাঁদাবাজির সময় হাতে-নাতে ধরা পড়েছে তিন ভুয়া ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয়ধারী প্রতারক।

বুধবার (২১ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে সোনার বাংলা নামের একটি বেকারিতে ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা দাবি করার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটক ব্যক্তিরা হলেন আমিরুল ইসলাম (৪২), জয় সরদার (৩০) ও ফারুক হোসেন (৪৫)। কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের আমিরুল ইসলাম নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করছিলেন। জয় সরদারের বাড়ি গাজীপুর জেলার বাসন থানার নগরঘাট গ্রামে, তিনি পুলিশ পরিচয় দিতেন। আর ঢাকার উত্তরা এলাকার ফারুক হোসেন নিজের পরিচয় দিতেন সাংবাদিক বলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারক চক্রটি প্রথমে বেকারির মালিকের কাছ থেকে তিন হাজার টাকা নেয়। এরপর আরও টাকা দাবি করলে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা তৎপর হয়ে প্রতারকদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ওসি আরও জানান, অভিযুক্তরা এর আগেও একই এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২১মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ
চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেলিম প্রধানের
সুরের মূর্ছনায় ‘মায়াবী সন্ধ্যা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা