সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ ৩ দিনের রিমান্ডে

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৫, ২২:২৪| আপডেট : ২১ মে ২০২৫, ২২:২৬
অ- অ+

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যাপক ডা. আব্দুল আজিজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার বিকালে তাড়াশ আমলী আদালতের হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক আইভীন আক্তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, সাবেক এই সংসদ সদস্য ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। এ মামলার অধিকতর তদন্তের স্বার্থে এই রিমান্ড আবেদন করা হয়েছিল।

মামলায় অভিযোগপত্রে বলা হয়, গত ৪ আগস্ট সরকার পতনের দাবিতে তাড়াশ উপজেলার জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হয় ছাত্র-জনতা। এসময় সংসদ সদস্য আব্দুল আজিজসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা, বিদেশি পিস্তল, লোহার রড ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতার উপর হামলা চালায়। এতে সমন্বয়ক সাব্বির খন্দকারসহ বেশ কয়েকজন আহত হয়। পরে এ ঘটনায় সাব্বির খন্দকারের বাবা সাইফুল খন্দকার বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে প্রধান আসামি করে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীদের নামে থানায় মামলা দায়ের করেন।

এরআগে একই আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গত ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার কলাবাগান থেকে গ্রেপ্তার হন আব্দুল আজিজ। পরবর্তী ৮ এপ্রিল সন্ধ্যায় উচ্চ আদালতের আদেশে জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। তবে কারাগারের সামনে থাকা বিক্ষুব্ধ ছাত্ররা তাকে মারপিট করে পুলিশে সোপর্দ করে। পরে তাকে হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কারাগারে পাঠায় পুলিশ।

(ঢাকাটাইমস/২১মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে নিরীহ মানুষ ও দলীয় নেতাকর্মী গ্রেপ্তার না করার আহ্বান বিএনপির
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ
চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেলিম প্রধানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা