বাবর-শাহিন-রিজওয়ানকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ২১ মে ২০২৫, ১৩:৫৪| আপডেট : ২১ মে ২০২৫, ১৪:২২
অ- অ+

শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। যদিও মাঝে ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার কারণে কমে গেছে দুই ম্যাচ। এরই মাঝে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে পাকিস্তান স্কোয়াডে রাখা হয়নি তিন তারকা ক্রিকেটার বাবর আজম, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানকে। সালমান আলি আগার অধিনায়কত্বে টাইগারদের বিপক্ষে এ সিরিজ খেলবে দলটি।

পাকিস্তানের নতুন কোচ মাইক হেসনের অধীনে এটাই প্রথম সিরিজ। দলে জায়গা পেয়েছেন এরইমাঝে এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়া সাহিবজাদা ফারহান। ফিরেছেন হাসান আলী, ফখর জামান, সাইম আইয়ুব। এছাড়া ডাক পেয়েছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ।

পিসিবি’র অফিসিয়াল ওয়েবসাইটের তথ্যানুযায়ী ২৭ মে থেকেই শুরু হওয়ার কথা দুই দলের মাঠের লড়াই।

ঘোষিত পাকিস্তান স্কোয়াড সালমান আলী (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হোসেন তালাত, ইরফান খান নিয়াজি, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহেবজাদা ফারহান (উইকেটরক্ষক) ও সাইম আইয়ুব।

(ঢাকাটাইমস/২১মে/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি ইমনের
আমিরাতের বিপক্ষে প্রথম টি-২০তে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
শান্ত আছে, মিরাজ নেই: যা বললেন লিপু
টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন, সহ-অধিনায়ক শেখ মেহেদী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা