টিজারেই ঝড়, ‘ওয়ার টু’ মুক্তির তারিখ জানালেন হৃতিক

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২১ মে ২০২৫, ১০:৪২
অ- অ+

গত সপ্তাহে হৃতিক রোশন বলেছিলেন, ২০ মে এমন কিছু আসবে যা চমকে দেবে মানুষকে। দর্শকরাও বুঝেছিলেন, ‘ওয়ার টু’ সিনেমা নিয়ে কোনো ঘোষণা আসতে পারে। অবশেষে ২০ মে মুক্তি পেল সিনেমাটির টিজার।

হৃতিক রোশন ও টাইগার শ্রফের ‘ওয়ার’ মুক্তি পায় ২০১৯ সালে, যা বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল। তবে দ্বিতীয় পর্বে টাইগার না থাকার ঘোষণায় প্রথমে কিছুটা মর্মাহত হয়েছিলেন দর্শকরা। কিন্তু টাইগারের পরিবর্তে জুনিয়র এনটিআরকে দেখে খুশি সিনেপ্রেমীরা।

ভক্তদের দেওয়া কথা রেখেছেন হৃতিক। ২০ মে সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির টিজার প্রকাশ করে মুক্তির তারিখও ঘোষণা করেন তিনি। হৃতিক লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান হলো। ঝড় আসতে চলেছে। ওয়ার ২ টিজার মুক্তি পেল। আগামী ১৪ আগস্ট বড় পর্দায় হিন্দি তেলেগু এবং তামিল ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।’

‘ওয়ার টু’-এর টিজার প্রকাশ্যে আসার পরই ঝড় তুলেছে দর্শক মহলে। হৃতিক রোশানের অ্যাকশন প্যাকড লুক এবং জুনিয়র এনটিআর-এর ঝলক মন জয় করে নিয়েছে দর্শকের।

টিজারের শুরুতেই দেখা যায় জুনিয়ার এনটিআরের গ্র্যান্ড এন্ট্রি। তারপরেই প্রতিপক্ষ হৃতিককে দেখতে পাওয়া যায় মারমুখী স্টাইলে। টিজারের অন্যতম আকর্ষণ ছিলেন কিয়ারা আদভানি। এই সিনেমাতে তার মেদহীন শরীর ও বিকিনি পরা লুক দেখে আরও একবার তার প্রেমে পড়েছেন ভক্তরা। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে এই অ্যাকশন স্পাই থ্রিলার সিনেজগতে ঝড় তোলার জন্য প্রস্তুত।

(ঢাকাটাইমস/২১মে/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানকে চীন সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ
সেন্টমার্টিনে সমস্যা নেই, সেখানে স্বাভাবিকভাবে মানুষ বসবাস করছে: কোস্ট গার্ড ডিজি
সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ছিল ‘সম্পূর্ণ ভিত্তিহীন আগ্রাসন’: পুতিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা