ইসি পুনর্গঠনের দাবিতে বুধবার নির্বাচন ভবনের সামনে বিক্ষোভের ডাক এনসিপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৫, ২২:১০| আপডেট : ২০ মে ২০২৫, ২২:৩৪
অ- অ+

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল বুধবার (২১ মে) আগারগাঁয়ের ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে।

আজ মঙ্গলবার রাত আটটায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নেতারা।

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে দাবি করে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, তাই এই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না। দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান তিনি।

৫ আগস্টের পর সবকিছুকে পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হয়েছে অভিযোগ করে এই জুলাই যোদ্ধা বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি। গণপরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন আগে অনুষ্ঠানের দাবির পেছনে তাদের যুক্তি হিসেবে এনসিপির প্রধান বলেন, কোনো দলকে সন্তুষ্ট করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। সার্বিকভাবে স্থানীয় নির্বাচন দেওয়ার মাধ্যমে সংকট সমাধান হবে। এটা ইসির আস্থা অর্জনে ভূমিকা রাখবে।

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে সংবাদ সম্মেলনে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, এ কমিশন পুনর্গঠন করার জন্য আগামীকাল আমরা মাঠে নামব।

সদস্যসচিব আখতার হোসেন বলেন, এ নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা নেই। ইসি পুনর্গঠনের দাবিতে আগামীকাল সকাল ১১টায় ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি।

(ঢাকাটাইমস/২০মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা
৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ: মেধা তালিকায় নাম থাকলেও পদবঞ্চিত অনেকেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা