দেশত্যাগের চেষ্টা

আটক নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে ডিবিতে, গ্রেপ্তার দেখানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৫, ১৫:৩১| আপডেট : ১৮ মে ২০২৫, ১৭:৫৯
অ- অ+

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটকের পর তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হচ্ছে। তার বিরুদ্ধে ডিএমপির ভাটারা থানায় থাকা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি-না এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে রবিবার দুপুরে ঢাকা ছাড়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান এই অভিনেত্রী। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় এবং ফোন করা হয় ভাটারা থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশকে। আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতিতে নুসরাত ফারিয়াকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ ঢাকাটাইমসকে বলেন, `নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। তাকে ডিবি পুলিশ মিন্টোরোডের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন। এরপরই ঊর্ধ্বতনদের নির্দেশে নুসরাত ফারিয়াকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি-না সিদ্ধান্ত জানা যাবে।‘

ডিবিপুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া ঢাকাটাইমসকে বলেন, এখনও নুসরাত ফারিয়াকে ডিবিতে আনা হয়নি। তাকে ডিবি হেফাজতে নিলে জানা যাবে তিনি কেন দেশ ছাড়ছিলেন। ডিবিতে আসলে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।‘

ভাটারা থানা সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলন দমনের নামে ভুক্তভোগী এনামুলকে পিটিয়ে ও গুলি করে হত্যা চেষ্টা করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতন হলে এনামুল হক আদালতের আদেশে ভাটারা থানায় মামলা করেন।

হত্যাচেষ্টার ওই মামলায় আসামি করা হয়— অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া ও অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে। তাছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন এবং অজ্ঞাতনামা তিন-চারশজনকে ওই মামলায় আসামি করা হয়েছে।

মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে। মামলায় আরও উল্লেখ করা হয়, এজাহারনামীয় আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

(ঢাকাটাইমস/১৮মে/এসএস/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পথচারী ও সেইকেলিস্টদের নিরাপত্তা নিশ্চিতে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নের দাবি
সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার
নুসরাত ফারিয়া গ্রেপ্তার হওয়া মামলায় আসামি আরও যেসব শোবিজ তারকা
যশোরে আদালত থেকে হ্যান্ডকাফ ভেঙে পালাল আসামি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা