প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে দেশব্যাপী ডাটা সংগ্রহ শুরু, নীলফামারী সেবাকেন্দ্রে পরিদর্শন টিম

নীলফামারী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৫, ১৭:৪৬
অ- অ+

বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট (বিডিডিটি)-এর উদ্যোগে পরিচালিত Collaboration LAB Project-এর আওতায় প্রতিবন্ধী সেবা কার্যক্রমের বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণের অংশ হিসেবে সম্প্রতি নীলফামারীর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র (এসএসকে) পরিদর্শন ও তথ্য সংগ্রহ করেন বিডিডিটির প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট মবিনুর রহমান। তার এ সফরে সহায়তা করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শাহজাহান আলী এবং সঙ্গী ছিলেন ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি নুর আলম বাবু।

পরিদর্শনের শুরুতে এসএসকের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শাহজাহান আলী। তিনি জানান, বর্তমানে কেন্দ্রটিতে তিনটি সেবা কার্যক্রম চালু রয়েছে এবং মোট ৮ জন স্টাফ নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন, যা অনুমোদিত কাঠামোর মধ্যেই পড়ে। তবে আধুনিক ও সময়োপযোগী সেবা নিশ্চিতে আরও কিছু অনুমোদিত কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।

তিনি আরও জানান, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কিছু সহায়ক যন্ত্রপাতি ও সরঞ্জাম থাকলেও কনসালটেন্ট, থেরাপিস্ট, কাউন্সেলর ও প্রশিক্ষকের মতো বিশেষায়িত জনবল এবং আধুনিক যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশও তিনি তুলে ধরেন। অবকাঠামোগত দিকেও কিছু উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। বর্তমানে প্রতিবন্ধীবান্ধব প্রবেশপথ, র‍্যাম্প এবং হুইলচেয়ার-সুবিধাযুক্ত টয়লেট আংশিকভাবে থাকলেও সেগুলোর মানোন্নয়ন জরুরি।

পরিদর্শনের অভিজ্ঞতা সম্পর্কে মবিনুর রহমান জানান, বিডিডিটি সারাদেশের ৩২টি এসএসকে পরিদর্শন ও তথ্য সংগ্রহ করবে, যার অংশ হিসেবেই নীলফামারীর এই কেন্দ্রটি পরিদর্শন করা হয়।

এ সময় তিনি কেন্দ্রের সেবা কার্যক্রম, অবকাঠামো এবং প্রয়োজনীয় উন্নয়ন বিষয়ে সরাসরি ধারণা গ্রহণ করেন।

মবিনুর রহমান আশা প্রকাশ করেন, মাঠপর্যায়ের এই তথ্যসমূহ ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিডিডিটি ভবিষ্যতে আরও সমন্বিত ও টেকসই উদ্যোগ গ্রহণ করবে।

(ঢাকা টাইমস/১৮মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
শিগগিরই তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দিবেন: মোস্তফা জামান 
মিরপুরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা