পিএসএলে ডাক পেলেন সাকিব আল হাসান

ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে থেমে যাওয়া দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও পিএসএল আবার শুরু হচ্ছে। গতকাল (বুধবার) আইপিএল থেকে ডাক পেয়েছেন মোস্তাফিজুর রহমান। এর পরই পিএসএল থেকে ডাক পেলেন সাকিব আল হাসান।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের আগে ড্রাফটে নাম দিলেও অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। তবে আসরের মাঝপথে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। বন্ধ থাকা টুর্নামেন্টটি আবার শুরু হতে যাচ্ছে ১৭ মে থেকে। আর এই নতুন সূচিতে শক্তি বাড়াতেই সাকিবকে দলে টেনেছে লাহোর।
পিএসএলে ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় সকিবের। এ ছাড়া পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার।
সবকিছু ঠিকঠাক থাকলে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) মিললে, প্রায় ছয় মাস পর আবারও মাঠে দেখা যেতে পারে সাকিবকে। জাতীয় দলের হয়ে তার সর্বশেষ ম্যাচ ছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে, ভারতের বিপক্ষে।
(ঢাকাটাইমস/১৫মে/আরকে)

মন্তব্য করুন