সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবারা। শুক্রবার ভারতের অরুণাচলের ইউপিয়ায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে আসে তিনটি গোল। ম্যাচের ৭৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে আশিকুর রহমান হেড করে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৮০ মিনিটে মোহাম্মদ মানিকের নিঃস্বার্থ পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
পরে ম্যাচের ৮৬ মিনিটে একটি গোল করে ব্যবধান কমায় নেপাল। ইনজুরি সময়ে সমতা ফেরাতে চাপ বাড়ালেও বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়ভাবে তা প্রতিহত করে। আর এতেই ২-১ গোলের জয় নিয়ে ফাইনালে উঠার টিকিট পায় বাংলাদেশ।
অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের নিয়ে হওয়া গত আসরে নেপালকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। আগামী ১৮ মে ফাইনালে স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
(ঢাকাটাইমস/১৬মে/এলকে)

মন্তব্য করুন