১ জুলাই থেকে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৫, ১৮:৫৬
অ- অ+

আগামী ১ জুলাই থেকে ঢাকা থেকে জাপানের নারিতা রুটে সরাসরি ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রবিবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান হজ কার্যক্রম, উড়োজাহাজ সংকট এবং বাণিজ্যিক কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১ জুলাই বা তার পরের তারিখে যাদের টিকিট কাটা রয়েছে, তারা পুরো টাকা ফেরত পাবেন এমনকি টিকিট পুনঃবুকিংয়ের জন্যও দিতে হবে না অতিরিক্ত কোন চার্জ ।

সংস্থাটি যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে টিকিট ফেরত বা পুনঃবুকিংয়ের জন্য সংশ্লিষ্ট বিক্রয় অফিস, টিকিট কাউন্টার বা অনুমোদিত এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলেছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।

২০০৬ সালে বাণিজ্যিকভাবে অলাভজনক এবং উড়োজাহাজের স্বল্পতার কারণে ঢাকা-টোকিও রুটে ফ্লাইট বন্ধ করে দেয় সংস্থাটি। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর থেকে ঢাকা-নারিতা রুটে আবার ফ্লাইট চালু করে। উদ্দেশ্য ছিল, বাংলাদেশ-জাপান সরাসরি আকাশপথকে লাভজনক করে তোলা।

(ঢাকাটাইমস/১৮মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
শিগগিরই তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দিবেন: মোস্তফা জামান 
মিরপুরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে
শ্রীপুরে চায়না-৩ জাতের লিচুতে চাষির মুখে হাসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা