টাঙ্গাইলে হত্যা মামলায় মা-মেয়ের যাবজ্জীবন

টাঙ্গাইলে কৃষক শামছুল হককে কুপিয়ে হত্যা মামলায় মা-মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী গ্রামের মৃত রাজ্জাকের স্ত্রী রাহিমা (৫৫) ও তার মেয়ে রোজিনা আক্তার (৩২)।
তিন দিন পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামছুল হক। এ নিয়ে শামছুল হকের স্ত্রী জামিরন বেগম টাঙ্গাইল মডেল থানায় রাজ্জাক এবং তার স্ত্রী রাহিমা, মেয়ে রোজিনা ও ছেলে রফিকুলকে আসামি করে মামলা করেন। মামলা চলাকালীন আসামি রাজ্জাক মৃত্যুবরণ করেন। এছাড়াও ঘটনার সময় রফিকুলের বয়স কম থাকায় শিশু আদালতে এখনো তার মামলাটি বিচারাধীন রয়েছে। রবিবার দণ্ডিত আসামিদের উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক। পরে তাদের টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়।
(ঢাকা টাইমস/১৮মে/এসএ)

মন্তব্য করুন