ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ মে ২০২৫, ১৮:৩৬
অ- অ+

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ২৯৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল আলম পিএইচডি, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস সভায় উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্য বিষয়ের মধ্যে ব্যাংকের সার্বিক কার্যক্রম মূল্যায়ন করে অর্জিত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। নতুন পর্ষদ দায়িত্ব গ্রহনের পর মাত্র ৮ মাসে সোয়া ৮ লাখ নতুন অ্যাকাউন্ট খোলা, সাড়ে ৩ হাজার কোটি টাকার নতুন ডিপোজিট সংগ্রহ এবং ২ হাজার ৪০০ কোটি টাকার খেলাপি বিনিয়োগ আদায়সহ ব্যাংকের লেনদেনে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনায় ব্যাংক কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি বিগত সঙ্কটকালীন সময়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পাশে থেকে আস্থার সাথে ব্যাংকিং কার্যক্রম করায় গ্রাহক ও অন্যান্য অংশীজনের প্রতি কৃতজ্ঞা জানানো হয় এ সভায়।

(ঢাকা টাইমস/১৭মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন করা নারী-শিশুসহ ১১ জন আটক
আমিরাতের বিপক্ষে প্রথম টি-২০তে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
২০২৫-২৬ অর্থবছরের এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা
মতিঝিলে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা