ভার্চুয়াল বৈঠক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার পরিকল্পনা মুরাদনগর আ.লীগের, নেপথ্যে কারা...

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৫, ২১:২০
অ- অ+

কুমিল্লায় বড় ধরনের জমায়েত এবং মিছিল-মিটিংয়ের চেষ্টা করছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর অংশ হিসেবে দেবিদ্বার, মুরাদনগর, চান্দিনা এবং দাউদকান্দির দলীয় নেতাদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেছেন সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন। যে বৈঠকে উপস্থিত ছিলেন— মুরাদনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমেদ মাসুদ, সাবেক এমপির মিডিয়া উইংয়ের সদস্য ও মুরাদনগর উপজেলা যুবলীগের নেতা আরিফ, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সহ-সভাপতি আশরাফ মেম্বার, জেলা শ্রমিকলীগ নেতা শামীম, উপজেলা কৃষকলীগ নেতা হেলাল, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য আক্তার মেম্বার, মুরাদনগর সদর ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি নাজমুল এবং ইউনিয়ন যুবলীগ নেতা ইব্রাহিম।

তবে পুলিশ বলছে, এমন পরিকল্পনার কোনো তথ্য তাদের কাছে নেই। আর কেউ মাঠে নামার চেষ্টা করলে পুলিশ বসে থাকবে না।

জানা গেছে, পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে থাকা তার নেতাকর্মীদের দ্রুত দেশে ফেরার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন— আগামী দুই মাসের মধ্যে যারা ফিরবে না তাদেরকে যেকোনো মূল্যে দেশে পাঠানো হবে। শেখ হাসিনার এমন ঘোষণার পর বিদেশে থাকা নেতাকর্মীরা নড়ে চড়ে বসেছেন। তারা বড় ধরনের সমাবেশ, নাশকতা ও বিশৃঙ্খলার পরিকল্পনা করছে। যার অংশ হিসেবে কুমিল্লায় সংঘবদ্ধ হচ্ছে আওয়ামী লীগ। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নিচ্ছে বলে তথ্য মিলেছে।

তবে মুরাদনগর উপজেলায় এমন পরিকল্পনা হলেও থানা পুলিশ নিশ্চুপ রয়েছে। যার অন্যতম কারণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম। অভিযোগ রয়েছে— ওসি আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরপাকড় কিংবা তাদের বিষয়ে গোয়েন্দা নজরদারি চালাচ্ছেন না। আর এই সুযোগে কাজে লাগাচ্ছে দলটি।

স্থানীয়রা বলছে, পুলিশের চোখের সামনেই প্রকাশ্যে চলাফেরা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া মুরাদনগর বসেই একের পর এক ভার্চুয়ালি বৈঠক হয়েছে। কিন্তু পুলিশ নির্বিকার। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের পরেও দলের কার্যক্রম শুরু হলে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাবে। এ নিয়ে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

এর আগে ৮ এপ্রিল ঢাকায় সংবাদ সম্মেলন করে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তারা দাবি করেন, কুমিল্লার মুরাদনগরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুনর্বাসন করা হচ্ছে। একই সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে মুরাদনগর উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা মজিবুল হক অভিযোগ করেন, ‘আসিফ মাহমুদ ও তার চাচাতো ভাই ওবায়েদ উল্লাহর সহযোগিতায় মুরাদনগরে আওয়ামী লীগের পলাতক নেতা–কর্মীদের বাড়িতে ফিরিয়ে আনা হচ্ছে। এসব নেতা–কর্মী মুরাদনগরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন। আর এসব কর্মকাণ্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা বাধা দেওয়ায় তাদের গ্রেপ্তার ও বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।’ তবে এই দাবি প্রত্যাখান করেছেন উপদেষ্টা ও তার চাচাতো ভাই।

গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের আমলে মুরাদনগরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ব্যাপকভাবে নির্যাতনের শিকার হন। তাছাড়া প্রকাশ্যে দিবালোকে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা করেছে। সন্ত্রাসী, চাঁদাবাজিসহ নানান অপকর্মে লিপ্ত থেকেছে। এখন তারা দলীয় প্রধানের পরিকল্পনা বাস্তবায়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। যাদের এই ধরনের কার্যক্রম প্রতিহত করা না গেলে দেশে অস্থিরতা সৃষ্টি হবে।

মুরাদনগর থানার ওসি জাহিদুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন বৈঠক করেছে তা আমার জানা নেই। আর যেখানে নাশকতার পরিকল্পনার কথা বলা হচ্ছে— (মহাসড়ক) সেটা আমার আওতাধীন না। যেসব নেতাকর্মীদের নিয়ে বৈঠকের কথা বলছেন- তাদের অনেকে বিদেশে, আবার অনেকে এলাকা ছাড়া। আওয়ামী লীগের কেউ মাঠে নেমে মিছিল করবে এটা কখনও পারবে না।’

মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান ঢাকাটাইমসকে বলেন, ‘আমাদের কাছে এমন তথ্য নেই যে, আওয়ামী লীগ একত্রিত হচ্ছে। তবে কেউ মাঠে নামার চেষ্টা করলে আমরা তাদের মোকাবেলা করব।’

এ বিষয়ে একাধিকবার কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনকে একাধিকবার ফোন করা হলেও তাতে তিনি সাড়া দেননি।

(ঢাকাটাইমস/১৮মে/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা