মা হওয়ার পর ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে বলিউডে ফিরছেন দীপিকা

২০২৪ সালের সেপ্টেম্বরে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ঘর আলো করে আসে মেয়ে দুয়া সিং পাড়ুকোন। এর পর থেকে মেয়ে দুয়াকে নিয়েই ব্যস্ততা গেছে দীপিকার। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ভারতের হিন্দি সিনেমার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ফের পর্দায় ফিরছেন। তবে ফেরার যাত্রায় তিনি বিশাল অংকের পারিশ্রমিক হাঁকিয়েছেন।
সবচেয়ে আলোচিত খবর, ‘স্পিরিট’–এর মাধ্যমে দীপিকা হয়তো মা হওয়ার পর প্রথমবার বড় পর্দায় ফিরছেন। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ২০ কোটি রুপি। যদি এই তথ্য সত্য হয়, তবে এটি হবে দীপিকার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। একই সঙ্গে এটি তাঁকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের শীর্ষে তুলে দেবে।
এখন পর্যন্ত বলিউডে শীর্ষ নায়িকাদের পারিশ্রমিক ১০ থেকে ১৫ কোটি রুপির মধ্যে থাকে। আলিয়া ভাট, রাশমিকা মানদানা ও প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায়। সেখানে দীপিকার ‘২০ কোটির’ পারিশ্রমিকের খবর আলোচনা তৈরি করেছে।
‘স্পিরিটে’ দীপিকার নায়ক হবেন দক্ষিণের সুপারস্টার প্রভাস। এর আগে, দীপিকাকে প্রভাসের সঙ্গে দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়।
চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে অ্যাকশনে ভরপুর ‘স্পিরিট’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
(ঢাকাটাইমস/১৮মে/এলকে)

মন্তব্য করুন