এলো পোস্টার, কবে শুরু ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন?

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৫, ১৪:৫৭
অ- অ+

প্রচারে আসতে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন। বুধবার বিকালে প্রকাশিত হয়েছে সিজন-৫-এর ফার্স্টলুক ও পোস্টার।

প্রকাশিত ফার্স্টলুকে দেখা গেছে পরিচিত মুখ—শিমুল শর্মা, জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা, মারজুক রাসেল ওরফে পাশা ভাই এবং চাষী আলম ওরফে হাবু ভাইকে। চরিত্রগুলোর ফিরে আসায় উচ্ছ্বসিত ভক্তরা সামাজিকমাধ্যমে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। অনেকে জানতে চাইছেন—‘নতুন সিজনের প্রচার কবে থেকে?’

নাটকটির পরিচালক কাজল আরেফিন অমি জানান, এখনও শুটিং চলছে। দর্শকদের জন্য বড় চমক থাকছে এবার। শিগগিরই প্রচারের তারিখ জানিয়ে দেওয়া হবে।

তবে সিজন-৫ আসতে এত দেরি কেন—এমন প্রশ্নের জবাবে অমি বলেন, ‘একটা সিজন শেষ করার পর চাইলেই সাথে সাথেই নতুন সিজন শুরু করতে পারি। কিন্তু তাতে বৈচিত্র্য থাকবে না। আমি চাই, প্রতিটি সিজনে দর্শক নতুন কিছু পাক। এ জন্যই সময় নিয়ে চিন্তা করি, রিসার্চ করি, পরিকল্পনা করি।’

এদিকে, নতুন সিজনের প্রোমোশন ও আপডেটের জন্য ইউটিউবে ‘বুম ফিল্মস’ নামে একটি চ্যানেল চালু করা হয়েছে। এখানে ব্যাচেলর পয়েন্ট-সংক্রান্ত সবকিছুই পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্মাতা অমি।

(ঢাকাটাইমস/১৫মে/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়ায় জাসদ কর্মী হত‌্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ আটক ৩
চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা চলছে
নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা
কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা