‘পুলসিরাত’ বদলে হলো ‘সরদার বাড়ির খেলা’

তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার আপত্তির মুখে নাম বদলে গেল জিয়াউল রোশান ও শবনম বুবলীর সিনেমার। ‘পুলসিরাত’ নামের সিনেমাটির নতুন নাম রাখা হয়েছে ‘সরদার বাড়ির খেলা’।
গণমাধ্যমে সিনেমাটির পরিচালক রাখাল সবুজের দাবি, ২০২২–২৩ অর্থ বছরে অনুদানপ্রাপ্ত এই সিনেমার প্রিভিউ কমিটিতে ইসলামিক শব্দ হওয়ায় নাম পরিবর্তনের পরামর্শ এলে বাধ্য হয়ে শিরোনাম বদলাতে হয়েছে।
নাম পরিবর্তন করে দুই সপ্তাহ আগে সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়। পরে ‘সরদার বাড়ির খেলা’ নামে সিনেমাটি সেন্সর পেয়েছে।
সিনেমাটির নায়ক জিয়াউল রোশান বলেন, ‘একটা ছেলের জীবনের গতি পরিবর্তনের কিছু ধাপ নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সেই ছেলের চরিত্রেই আমি অভিনয় করেছি।
রোশান-বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ। আগামী কোরবানির ঈদে সিনেমাটি হলে মুক্তি পাবে।
(ঢাকাটাইমস/১৬মে/আরকে)

মন্তব্য করুন