পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল টাইগাররা

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের জন্য টাইগারদের পাকিস্তান সফর নিয়ে ছিল অনিশ্চয়তা। এক্ষেত্রে সরকারের অনুমতির অপেক্ষায় ছিল বিসিবি। অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের জন্য বিসিবিকে সবুজ সংকেত দিয়েছে অন্তর্বর্তী সরকার। ।
বৃহস্পতিবার বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, 'আমরা সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছি। যদিও আনুষ্ঠানিক চিঠি এখনো হাতে পাইনি, তবে আশা করছি খুব শিগগিরই তা পাওয়া যাবে। যতদূর জানি, সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, আমরা পাকিস্তান সফরে যেতে পারব।'
তিনি আরও বলেন, 'সরকারি চিঠি পাওয়ার পর আমরা খেলোয়াড়দের সঙ্গে আলোচনা শুরু করব। কারণ আমরা জানতে পেরেছি, নিরাপত্তার কারণ দেখিয়ে কয়েকজন যেতে কিছুটা অনিচ্ছুক। তবে আমরা নিশ্চিত করতে চাই, কাউকেই জোর করা হবে না।'
তা ছাড়া ১৭ মে থেকে পাকিস্তানে পিএসএল শুরু হচ্ছে, ওদিকে ভারতেও একই দিনে শুরু হয়ে যাচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল। যুদ্ধ থেকে মুখ ঘুরিয়ে নেওয়া দুই দেশেই যেহেতু খেলা মাঠে ফিরছে, বাংলাদেশ দলের সেখানে খেলতে যেতে কোনো সমস্যা দেখছে না পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশন ও সরকারের সংশ্লিষ্ট বিভাগ।
মূলত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল এবং সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে সফরের সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৩ মে নতুন করে সফরের প্রস্তাবিত সূচি পাঠায় বিসিবির কাছে।
আগের সূচি অনুযায়ী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে নতুন সূচিতে সিরিজ শুরু হবে ২৭ মে, আর শেষ হবে ৫ জুন। প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ফয়সালাবাদে—২৭ ও ২৯ মে এবং ১ জুন। এরপর শেষ দুটি ম্যাচ হবে লাহোরে—৩ ও ৫ জুন।
এই সফর সফলভাবে সম্পন্ন হলে পাকিস্তানের মাটিতে দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এখন দেখার বিষয়—সব ক্রিকেটাররা সফরে অংশ নেন কি না।
(ঢাকাটাইমস/১৫মে/এলকে)

মন্তব্য করুন