দেশে ‘মারধরের’ ভাইরাল ভিডিও ভুয়া, হাঁটুর অস্ত্রোপচারে আমেরিকায় মিশা সওদাগর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৫, ১৫:১২
অ- অ+

ঢালিউডের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগরকে ঘিরে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া মারধরের একটি ভিডিও নিয়ে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। বুধবার রাতে ভিডিওটি ভাইরাল হলে অনেকেই দাবি করেন, মারধরের শিকার ব্যক্তি মিশা সওদাগর। তবে ভিডিওটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি এবং অভিনেতার পরিবার থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মিশা সওদাগরের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, অভিনেতা বর্তমানে আমেরিকার ডালাসে অবস্থান করছেন এবং হাঁটুর অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি আছেন। ইতোমধ্যে তার হাঁটুর সফল অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটির পাশাপাশি সামাজিকমাধ্যমে একটি হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ছবিও ছড়িয়ে পড়ে, যেটি অনেকেই মারধরের ফল বলে ধরে নিয়েছিলেন। তবে প্রকৃতপক্ষে, ছবিটি মিশা সওদাগরের হাঁটুর অস্ত্রোপচারের সময় তোলা।

এ প্রসঙ্গে ঢালিউডের আরেক জনপ্রিয় অভিনেতা জায়েদ খান গণমাধ্যমকে জানান, “যুক্তরাষ্ট্রের ডালাসে মিশা ভাইয়ের হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি বিশ্রামে আছেন।”

উল্লেখ্য, প্রায় ৯ বছর আগে ‘মিসড কল’ সিনেমার শুটিং করতে গিয়ে ডান হাঁটুতে গুরুতর আঘাত পান মিশা সওদাগর। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর চিকিৎসা নিয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরলেও সাম্প্রতিক সময়ে সেই জায়গায় আবারও আঘাত পান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য হাটুর অস্ত্রোপচার করা হয়।

(ঢাকাটাইমস/১৫মে/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ আটক ১
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের বড় ভাই দেলোয়ার গ্রেপ্তার
২৪ ঘণ্টায় মহাখালী কাণ্ডসহ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি
ছয় মাসে ১৭৯৫৭ দুর্ঘটনায় সড়কে ঝরল ২৭৭৮ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা