মোহাম্মদ আতাউর রহমান ভূঞা স্মরণে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন

সিপিবি'র সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। দীর্ঘমেয়াদি সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের, অস্থায়ী সরকারের নয়।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষক নেতা মোহাম্মদ আতাউর রহমান ভূঞার স্মরণে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
বইটি রচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও শিক্ষক নেতা রঞ্জিত কুমার সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সভাপতি ডা. ফাওজিয়া মোসলেম, বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ, বুয়েটের অধ্যাপক ড. রিয়াজ হাসান খন্দকার, প্রবীণ সাংবাদিক কার্তিক চ্যাটার্জি ও সাংবাদিক বাসুদেব ধর, বাংলাভিশন নিউজ চিফ ড. আবদুল হাই সিদ্দিক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এস এম এ সবুর এবং স্বাগত বক্তব্য রাখেন নিখিল প্রকাশনের ব্যবস্থাপক নিখিল চন্দ্র শীল।
বক্তারা বলেন, মোহাম্মদ আতাউর রহমান ভূঞা আজীবন রাজনীতিতে ত্যাগ ও সংগ্রামের প্রতীক হয়ে গণমানুষের পক্ষে কাজ করেছেন। পাশাপাশি শিক্ষকতা পেশাকেও তিনি মহিমান্বিত করেছেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, দেশের বর্তমান সময়ে মোহাম্মদ আতাউর রহমান ভূঞার মতো মহৎ ব্যক্তিত্বের খুব প্রয়োজন ছিল।
(ঢাকাটাইমস/১৮মে/এলএম)

মন্তব্য করুন