ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ

নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে অনেকটাই নতুন চেহারার একাদশ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্তদের মতো অভিজ্ঞদের বেঞ্চে রেখে ওপেনিংয়ে পারভেজ ইমনের ওপর ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট। সেই আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। তার দুর্দান্ত সেঞ্চুরিতে আমিরাতকে ১৯২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে টাইগাররা।
শনিবার শারজায় প্রথম টি-২০তে টস জিতে বাংলাদেশকে ব্যাটিং পাঠান আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।
এদিন বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করেন দুই তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই চার-ছক্কা হাঁকিয়ে ভালো শুরুর আভাস দেন তামিম। তবে সাজঘরে ফিরেছেন উইকেটে থিতু হওয়ার আগেই। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন তামিম। সাজঘরে ফেরার আগে ৯ বলে ১০ রান এসেছে এই ওপেনারের ব্যাট থেকে।
তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটনও। ষষ্ঠ ওভারের প্রথম বলে মোহাম্মদ জাওয়াদউল্লাহর দারুণ একটি ইয়র্কারে লেগ বিফোরের ফাঁদে পড়েন বাংলাদেশের অধিনায়ক। ৮ বলে ১১ রান করেন তিনি। পাওয়ার প্লে'তে বাংলাদেশ করে দুই উইকেটে ৫৫ রান।
এরপর তাওহিদ হৃদয়-জাকের আলিরা শুরু পেলেও উইকেটে থিতু হতে পারেননি। এ ছাড়া শেখ মেহেদি-শামিম পাটোয়ারীরাও দ্রুত ফিরেছেন। তবে এক প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মাঝেও আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন পারভেজ ইমন। শেষ পর্যন্ত তার ইনিংস থামে ৫৪ বলে ১০০ রানে। আর ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ।
আমিরাতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন জাওয়াদুল্লাহ।
(ঢাকাটাইমস/১৭মে/এলকে/এমআর)

মন্তব্য করুন