সিরাজগঞ্জে নারীকে ডেকে এনে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ১৮ মে ২০২৫, ১৫:১৬| আপডেট : ১৮ মে ২০২৫, ১৫:২৭
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক নারীকে ডেকে এনে দলবেঁধে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, শুক্রবার রাতে তাড়াশ উপজেলার রানীরহাট উচ্চ বিদ্যালয় মাঠের পাশে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম (৪৪) তাড়াশ উপজেলার পাশের বগুড়ার শেরপুর উপজেলার বেওয়াপাড়ার গোলাম হোসেনের ছেলে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ওই নারী শনিবার সকালে তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।

মামলার বরাতে পুলিশ জানায়, ওই নারী নিজেকে মেলা, সার্কাস ও ডিজে পার্টির একজন নৃত্যশিল্পী বলে দাবি করেছেন। রানীরহাট বাজারের একজন পরিচিত ব্যবসায়ীর মাধ্যমে এসে ধর্ষণের শিকার হন।

ওসি আরও বলেন, মামলার পর পরই রফিকুলকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে থানায় অবস্থান করা গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম সাংবাদিকদের কাছে দাবি করেছেন, ‘ওই নারী একজন যৌনকর্মী। তিনি টাকার বিনিময়ে এসেছিলেন।’

(ঢাকা টাইমস/১৮মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নবীনগরে মেঘনায় ধরা পড়ল ২৯ কেজি ওজনের বিগহেড মাছ
পথচারী ও সাইকেলিস্টদের নিরাপত্তা নিশ্চিতে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নের দাবি
সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার
নুসরাত ফারিয়া গ্রেপ্তার হওয়া মামলায় আসামি আরও যেসব শোবিজ তারকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা