মোস্তাফিজকে দলে নিয়ে ভারতীয়দের বিতর্কের মুখে দিল্লি ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ১৬ মে ২০২৫, ১৭:৫৫
অ- অ+

এবারের আইপিএল ড্রাফটে বিক্রি না হলেও মাঝপথে এসে ডাক পেয়েছেন মোস্তাফিজ। দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে। ৬ কোটি রুপিতে তাকে দলে ভেড়ানোর পর শুরু হয়েছে সমালোচনার ঝড়।

এক সপ্তাহ বন্ধ থাকার পর ১৭ মে আবার শুরু হচ্ছে আইপিএল। তবে বিরতির এই সময়ের মধ্যে বেশ কিছু বিদেশি ক্রিকেটার আর ভারতে ফিরতে আগ্রহ দেখাননি। ফলে বিকল্প ব্যবস্থা হিসেবে, ভারতীয় ক্রিকেট বোর্ড ফ্র্যাঞ্চাইজিগুলোকে অস্থায়ী বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দিয়েছে।

এই এরপরই দিল্লি ক্যাপিটালস বুধবার (১৪ মে) মোস্তাফিজুর রহমানকে চুক্তিবদ্ধ করার ঘোষণা দেয়। কিন্তু এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি অনেক ভারতীয় ভক্ত। দিল্লির ফ্র্যাঞ্চাইজির তীব্র সমালোচনা করছেন তারা, দিল্লি ম্যাচ বয়কটের দাবি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল থেকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের কারণে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি এই বিরূপ মনোভাব তৈরি হয়েছে।

মোস্তাফিজ ইতোমধ্যে আইপিএলে খেলার জন্য বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র (NOC) চেয়েছেন। অনুমতি পেলে তিনি আরব আমিরাত থেকেই সরাসরি আইপিএলে যোগ দিতে পারেন।

(ঢাকাটাইমস/১৬মে/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬ কোটিতে আইপিএলে ডাক পেলেন মুস্তাফিজ, খেলবেন দিল্লির হয়ে 
ইডেন-জয়পুরের পর এবার দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেয়ার হুমকি
এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল ১৮তম আসর
আইপিএল: খরুচে স্পেল, সর্বোচ্চ বাউন্ডারি–হায়দরাবাদের ইনিংসে ৮ রেকর্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা