বেঙ্গালুরুর রেকর্ড গড়ার ম্যাচে অনন্য উচ্চতায় কোহলি

স্পের্টস ডেস্ক
  প্রকাশিত : ২৮ মে ২০২৫, ১৩:০৬
অ- অ+

আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে ২২৮ রানের বিশাল লক্ষ্য সহজেই তাড়া করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আর এই ম্যাচেই ব্যাট হাতে এক সঙ্গে তিনটি নজির গড়লেন বিরাট কোহলি। বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সও আইপিএলে ইতিহাস তৈরি করেছে মঙ্গলবার।

লিগ পর্বের শেষ ম্যাচে লখনৌর দেয়া ২২৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৬ উইকেটে (৮ বল হাতে রেখে) হারিয়েছে আরসিবি। আইপিএল ইতিহাসে রান তাড়ায় তৃতীয় বড় জয় পেয়েছে কোহলিরা। এতে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করে বিরাট কোহলিদের দল।

বেঙ্গালুরুর রেকর্ডগড়া জয়ের ম্যাচে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধশতরানের নজির গড়লেন কোহলি। এই নিয়ে ৬৩টি অর্ধশতরান হয়ে গেল তাঁর। এই তালিকায় দ্বিতীয় স্থানে ডেভিড ওয়ার্নার তাঁর অর্ধশতরানের সংখ্যা ৬২।

লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩০ বলে ৫৪ রান করায় এ বারের আইপিএলে কোহলির মোট রান হল ৬০২। এই নিয়ে পাঁচ বার আইপিএলের এক সিজনে ৬০০ বা তার বেশি রান করলেন। তিনিই প্রথম ব্যাটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লোকেশ রাহুল। তিনি আইপিএলের এক সিজনে চার বার ৬০০ বা তার বেশি রান করেছেন।

মঙ্গলবারের ম্যাচে আরসিবির হয়ে ৯০০০ রানের মাইলফলকও স্পর্শ করেছেন কোহলি। প্রথম ক্রিকেটার হিসাবে একটি নির্দিষ্ট টি-টোয়েন্টি দলের হয়ে ৯০০০ রান করলেন তিনি। শুধু বেঙ্গালুরুর হয়েই এসব রান করেন কোহলি। কেননা এই তারকা আইপিএলে বেঙ্গালুরু ব্যতীত আর কোনো দলে খেলেননি। এই রেকর্ডের ক্ষেত্রে কোহলির ধারেকাছে কেউ নেই। বিশ্বের কোনো ক্রিকেটার নির্দিষ্ট একটি দলের হয়ে টি-টোয়েন্টিতে ৭০০০ রানও করতে পারেনি। এ তালিকায় কোহলির পরে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা। তার রান সংখ্যা ৬০৬০।

আগামীকাল বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে বেঙ্গালুরু। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে।

(ঢাকাটাইমস/২৮মে/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইপিএল ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন আফগান লেগ স্পিনার রশিদ খান
মোস্তাফিজকে দলে নিয়ে ভারতীয়দের বিতর্কের মুখে দিল্লি ক্যাপিটালস
৬ কোটিতে আইপিএলে ডাক পেলেন মুস্তাফিজ, খেলবেন দিল্লির হয়ে 
ইডেন-জয়পুরের পর এবার দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেয়ার হুমকি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা