৬ কোটিতে আইপিএলে ডাক পেলেন মুস্তাফিজ, খেলবেন দিল্লির হয়ে

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে এক সপ্তাহের বেশি স্থগিত থাকার পর আগামী শনিবার আবার মাঠে গড়াচ্ছে আইপিএল। নিরাপত্তা ইস্যুতে অন্য বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ভারত ছাড়েন দিল্লি ক্যাপিটালসের জেক-ফ্রেসার ম্যাকগার্কও। দিল্লির এই ব্যাটার আইপিএলের বাকি অংশের জন্য আর ফিরছেন না। তার বদলি হিসেবে বুধবার মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছে দিল্লি।
গত আসরে চেন্নাইয়ের হয়ে খেলা এই বোলার এবার খেলবেন দিল্লির হয়ে। দুই বছর পর আবারও দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে।
মুস্তাফিজকে এবার ৬ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি। চলতি মৌসুমের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে ১৭ মে থেকে, তার আগেই চূড়ান্ত হলো এই পরিবর্তন। ২৯ বছর বয়সী মুস্তাফিজ এর আগেও দিল্লির হয়ে খেলেছেন ২০২২ ও ২০২৩ মৌসুমে, যেখানে ১০ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার।
টি-টোয়েন্টি অভিজ্ঞতায় মুস্তাফিজ আজও সমান গুরুত্বপূর্ণ। ২০১৫ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ২৮১ ম্যাচে ৩৫১ উইকেট রয়েছে তার ঝুলিতে। চলতি বছরের শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মুস্তাফিজ। ঢাকা ক্যাপিটালসের হয়ে ১২ ম্যাচে ১৩ উইকেট নিয়ে ছিলেন দলের সর্বোচ্চ উইকেটশিকারি।
দিল্লি ক্যাপিটালস তার এই অভিজ্ঞতাকেই ভরসা হিসেবে দেখছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে ডেথ ওভারে তার কাটার ও স্লোয়ারই হতে পারে দলের অন্যতম অস্ত্র। দুই বছর পর পুরোনো দলে ফিরে আসা মুস্তাফিজের কাছে যেমন এটা আবার নিজেকে প্রমাণের সুযোগ, তেমনি দিল্লির জন্য হতে পারে নতুন উদ্দীপনা।
(ঢাকাটাইমস/১৪মে/এলকে)

মন্তব্য করুন