দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেছেন, “আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছি যার মধ্যে দুইবার পাসও করেছিলাম। তবে, বর্তমানে দেশের যে পরিস্থিতি এ পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব নয়। আমি রাজনীতি থেকে সরে এসেছি, আর রাজনীতিতে কামব্যাক করব না। কারণ যে দেশের জনগণের জন্য রাজনীতি করবেন সেদেশের জনগণের জন্য যদি আপনি দশটা ভালো কাজ করার পর একটা ভুল কাজ করেন তখনো আপনাকে ছাড় দেওয়া হয় না।”
শনিবার বিকেলে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুর্গা প্রসাদ এলাকায় একটি সেলুন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
হিরো আলম বলেন, “আমি জনগণের জন্য আন্দোলন সংগ্রাম করলাম, ছাত্র আন্দোলন থেকে শুরু করে যেখানে অন্যায় হয়েছে সেখানেই ঝাঁপিয়ে পড়েছি। অথচ বিনিময়ে পেলাম মানুষের লাঞ্ছনা, মানুষের মার এবং মানুষের ধিক্কার। এ ছাড়া আমি হিরো আলম কী পেয়েছি? কার জন্য করব? এদেশের আইনের কাছে যাবেন, আদালতের কাছে যাবেন সেখানেও আমরা নিরাপত্তা পাই না। দেশ বর্তমানে এমন পর্যায়ে আছে যেখানে ক্ষমতা সেখানেই দেশ। ভেবেছিলাম পরিবর্তন পাব, কিন্তু এদেশে কোনো পরিবর্তন নেই। একদল গেছে, আরেক দল আসছে। এককথায় জনগণের আস্থা হারিয়ে গেছে। তাই আমি বুঝেছি দেশের এই পরিস্থিতিতে দেশের জনগণের জন্য কিছু করতে পারব না।”
তিনি বলেন, “আমি মিডিয়ার মানুষ মিডিয়াতে থাকতে চাই, রাজনীতিতে আর কামব্যাক করব না। খুব শীঘ্রই ১০ জন মডেল নিয়ে আসব মিডিয়াতে। ইতিমধ্যে পাঁচজনকে নিয়ে আত্মপ্রকাশ করেছি। এই মুহূর্তে কাজের মধ্যে থাকতে চাই।”
(ঢাকাটাইমস/১৮মে/এফএ)

মন্তব্য করুন