সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার, ক্ষমা চাইলেন অভিনেতা শামীম হাসান সরকার

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৫, ১১:৪৪
অ- অ+

সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়াকে গালিগালাজ, ধর্ষণের হুমকি এবং শুটিং সেটে নেশাদ্রব্য সেবনের অভিযোগ ওঠে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। তবে সংবাদ সম্মেলনে অভিনেত্রীর আনা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।

এদিকে প্রিয়াঙ্কা অভিযোগ তোলার পর পর শামীমের বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ তোলেন ইন্ডাস্ট্রির কয়েকজন অভিনেত্রী, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হতে থাকে। ঘটনায় অভিনয়শিল্পী সংঘের মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয়েছে। নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন অভিনেতা শামীম।

বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে অভিনয় শিল্পী সংঘের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে অভিনেতা শামীম তার শুভাকাঙ্ক্ষী এবং নারী সহকর্মী প্রিয়াঙ্কার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

অভিনেতা বলেন, ‘সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার সঙ্গে আমার একটা খারাপ এক্সপেরিয়েন্স হয়। আমি তার সঙ্গে খারাপ ব্যাবহার করেছি। গালিগালাজ করেছি। সেই ঘটনার পর প্রিয়াঙ্কার সঙ্গে আজ দেখা হয়েছে। আমি তার কাছে দুঃখ প্রকাশ করেছি, আমার ভুলের জন্য লজ্জিত।

‎‘অভিনয় জীবনে শুধু প্রিয়াঙ্কাই নয়। বিভিন্ন জনকে কষ্ট দিয়ে থাকতে পারেন’, সেজন্য সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন শামীম। তিনি বলেন, ‘হয়তো রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে কিছু বলেছি! আমি কথা দিচ্ছি আমার দ্বারা এরকম আর কখনো হবে না। খারাপ ব্যবহার বা খারাপ কথা কেউ পাবে না। আমার কথার মাধ্যমে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করে দেবেন।

তিনি আরও বলেন, ‘আমার শুভাকাঙ্ক্ষী যাদের কাছে অভিযোগটা গেছে সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আপনাদের সবার কাছে কথা দিচ্ছি আমি এমনটা কখনও করব না।

এদিকে অভিনয়শিল্পী সংঘ এক পোস্টে জানিয়েছে, শামীম যেহেতু অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্য, তাই সাংগঠনিক শৃঙ্খলা এবং শিষ্টাচার ভঙ্গ করায় তাকে শেষবারের মতো সতর্ক করা হলো। তবে ধরনের অভিযোগ পরবর্তীতে প্রমাণ হলে সদস্যপদ গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী খারিজ করা হবে।

(ঢাকাটাইমস/১৬মে/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু
কুমিল্লায় ৪ মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
শেরপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার
ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা