থাইল্যান্ড গেলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী ও কন্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৫, ১৪:২৫| আপডেট : ১৮ মে ২০২৫, ১৪:৫৬
অ- অ+

১৭ মে শনিবার মধ্যরাতে থাইল্যান্ড গেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিন ও তার কন্যা মদিনা বিনতে আন্দালিব। এর আগে গত ১৩ মে তিনি থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে যান। তবে ইমিগ্রেশন থেকে ক্লিয়ারেন্স না পাওয়ায় সেবার বাসায় ফিরে যান

শেখ শাইরা শারমিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন চাচাতো ভাই শেখ হেলালের মেয়ে। সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের বিদেশ গমন নিয়ে সমালোচনা শুরু হলে বিমানবন্দরে রাজনীতিবিদদের বিদেশযাত্রায় কড়া নজরদারি শুরু হয়। বিশেষ করে শেখ পরিবারের আত্মীয়স্বজনদের বিদেশযাত্রায় পুলিশের বিশেষ শাখার ক্লিয়ারেন্স বাধ্যতামূলক করে প্রশাসন। এই কড়াকড়ির ফাঁদে পড়ে বিদেশ যেতে কয়েকদিন দেরি হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কট্টর সমালোচক ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রীর।

বিষয়টি নিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তখন সংবাদমাধ্যমকে বলেছিলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই যথাযথ আইনগত প্রক্রিয়া শেষ করে তার স্ত্রী বিদেশে যাবেন। অবশেষে পুলিশের বিশেষ শাখার ক্লিয়ারেন্স নিয়ে ১৭ তারিখ দিবাগত মধ্যরাতে তার স্ত্রী শেখ শাইরা শারমিন ও কন্যা মদিনা বিনতে আন্দালিব থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ছাড়েন।

জানা গেছে, শেখ পরিবারের সদস্যদের দেশত্যাগে পুলিশের বিশেষ শাখা— এসবির মালিবাগ থেকে ক্লিয়ারেন্স বা সিদ্ধান্ত নিতে হয়। তবে শেখ শাইরা শারমিন আন্দালিব রহমান পার্থের সহধর্মিণী। তিনি কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত না। গত ১৫ বছরে তিনি কখনো শেখ পরিবারের প্রভাব কোথাও দেখাননি। এমনকি আওয়ামী লীগ সরকারের আমলে পার্থ কারাগারে গেলে (২ আগস্ট) শাইরা শারমিন বেশ সরব ছিলেন। তিনি আদালত প্রাঙ্গণে সাধারণ সেবাপ্রত্যাশীদের মতোই যেতেন এবং সেখানে বসে থাকতেন।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নিজের রাজনৈতিক জীবনের শুরু থেকেই আওয়ামী লীগের অনিয়ম-দুর্নীতির কঠোর সমালোচনা করে আসছেন। চারদলীয় জোটের শরিক দল হিসাবে তিনি ২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। ২০১৮ সালের নির্বাচনেও তিনি চারদলীয় জোটের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। শেখ হাসিনার পতনের মাত্র পাঁচদিন আগে সরকারবিরোধিতার কারণে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর তিনি কারাগার থেকে মুক্তি পান।

(ঢাকাটাইমস/১৮মে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৫
আখাউড়ায় সরকারি ভূমি দখলমুক্ত, জরিমানা
হিযবুত তাহরীরের সঙ্গে প্রশাসক এজাজের জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে যা জানাল ডিএনসিসি
সিলেটে ইসলামী ব্যাংকের উদ্যোগে রেমিট্যান্স বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা