আড়াইহাজারে বজ্রপাতে নিহত মোকাররমের পরিবারকে তারেক রহমানের অনুদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৫, ১৪:০২| আপডেট : ১৮ মে ২০২৫, ১৪:২৪
অ- অ+

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে নিহত মোকাররম মোল্লার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

শনিবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ মরহুম মোকাররমের বাড়িতে যান ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের সান্ত্বনা দেন। সেসময় পরিবারের সদস্যদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন নজরুল ইসলাম আজাদ। এছাড়া পুরো পরিবারের দায়িত্ব গ্রহণের আশ্বাস দেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদের উপস্থিতি, অনুদান ও আশ্বাসে মোকারমের পরিবার সন্তোষ প্রকাশ করেন এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

নজরুল ইসলাম আজাদ বলেন, “এটা আমার ও আমাদের দলের নৈতিক দায়িত্ববোধ থেকেই করেছি। বিএনপি ও আমি সব সময়ে সাধারণ অসহায় মানুষের পাশে থাকব।”

প্রসঙ্গত, গত বুধবার বিকালে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও মোল্লাপাড়া গ্রামে বজ্রপাতে নিহত হন মোকাররম। তিনি ওই গ্রামের উকিল উদ্দিনের ছেলে এবং একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

(ঢাকাটাইমস/১৮মে/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৫
আখাউড়ায় সরকারি ভূমি দখলমুক্ত, জরিমানা
হিযবুত তাহরীরের সঙ্গে প্রশাসক এজাজের জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে যা জানাল ডিএনসিসি
সিলেটে ইসলামী ব্যাংকের উদ্যোগে রেমিট্যান্স বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা