শাহজালাল বিমানবন্দরে আটক নুসরাত ফারিয়া, চলছে জিজ্ঞাসাবাদ

দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
রবিবার দুপুরে তাকে আটক করে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র।
নুসরাত ফারিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের ঘটনায় রাজধানীর ভাটারাসহ একাধিক থানায় মামলা রয়েছে।
ভাটারা থানার মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে।
(ঢাকাটাইমস/১৮মে/এলএম/এফএ)

মন্তব্য করুন