শাকিবের ‘তাণ্ডব’ ফোরকাস্টেই কাঁপছে ঢালিউড

ঈদুল ফিতরে ‘বরবাদ’-এর রেশ না কাটতেই ঈদুল আজহায় ‘তাণ্ডব’ নিয়ে আসছেন শাকিব খান। নির্মাতা রায়হান রাফির পরিচালনায় তাণ্ডব ঘিরে ইতিমধ্যেই দর্শক উন্মাদনা তুঙ্গে।
সিনেমাটির ১ মিনিট ৪১ সেকেন্ডের ফোরকাস্ট প্রকাশ করেন শাকিব খান। সঙ্গে লেখেন “সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে! বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন! এখানে রয়েছে বহু প্রতীক্ষিত ‘তাণ্ডব’-এর পূর্বাভাস!”
ফোরকাস্টে দেখা যায়, মুখোশ পরা একটি গ্যাং এক ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। ধারণা করা যাচ্ছে, সেটি একটি টেলিভিশন চ্যানেলের ভবন। যেখানে তারা সবাইকে জিম্মি করে ফেলে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায় সেই মুখোশধারী গ্যাংয়ের। ব্যাকগ্রাউন্ডে একটি কন্ঠে দেশবাসীর প্রতি এক বার্তা ভেসে আসে, যেখানে বলা হয় ‘তাণ্ডব আসছে’। সেই সঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়। একপর্যায়ে মুখোশ পরা গ্যাংয়ের প্রধান শাকিব খান তার মুখোশ খুলে ফেলেন। একঝলকে জয়া আহসানকেও দেখানো হয়েছে।
রায়হান রাফী বলেন, ‘এটাকে আমরা ফোরকাস্ট বা আবহাওয়ার পূর্বাভাস বলছি। কারণ, প্রকৃতিতে ‘তাণ্ডব’ উঠতে যাচ্ছে। ‘তাণ্ডব’-এর সঙ্গে ফোরকাস্ট বা পূর্বাভাস শব্দটাই সবচেয়ে মানায়।’
অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর ফোরকাস্ট দেখার পর শাকিবভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। যেন আর তর সইছে না নায়কের তাণ্ডব পর্দায় দেখার।
গত বছর ‘তুফান’-এর সাফল্যের পর ‘তাণ্ডব’-এর মধ্য দিয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ফের হাজির হলেন নির্মাতা রায়হান রাফী। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে চলেছে শাকিব ও রাফীর নতুন এই সিনেমা।
‘তাণ্ডব’ সিনেমা প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত। সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমার অন্য অভিনয়শিল্পীদের নাম শিগগিরই প্রকাশ করা হবে।
(ঢাকাটাইমস/১৮মে/আরকে)

মন্তব্য করুন