সিলেটের বিপেক্ষে টস জিতে ব্যাটিংয়ে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:০৪
অ- অ+

তারকা ক্রিকেটারে ভরপুর থাকলেও এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি ঢালিউড কিং শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। একই অবস্থা সিলেট স্ট্রাইকার্সের। তিন ম্যাচ খেলেই হারের তিক্ত স্বাদ পেয়েছে তারা। হারের বৃত্তে বন্দী এই দুই দল এবার মুখোমুখি হয়েছে একে অপরের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে রাতের শিশিরের কথা মাথায় রেখে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা।

এখনও একটি জয়ের দেখা না পাওয়া ঢাকা আজ একাদশে এনেছে পাঁচটি পরিবর্তন। সঠিক কম্বিনেশনের খোঁজে এতো পরিবর্তন এনেছেন বলে জানিয়েছেন থিসারা পেরেরা। একাদশে ফিরেছেন লিটন দাস। গত ম্যাচে তাকে বসিয়ে রেখে সমালোচনা শোনেন পেরেরা। লিটনের মতো দলে ফিরেছেন শুভম রঞ্জনে, রিয়াজ হাসান, মুনিম শাহরিয়ার ও আবু জায়েদ রাহী। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন মুকিদুল ইসলাম, শাহাদাত হোসেন দিপু, জেসন রয়, নাজমুল ইসলাম ও স্টিফেন এস্কিনাজি। অপরদিকে সিলেট একাদশে দেখা গেছে একটি পরিবর্তন। নাহিদুল ইসলাম খেলার সুযোগ পেয়েছেন।

ঢাকা ক্যাপিটালস একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, শুভম রঞ্জনে, থিসারা পেরেরা (অধিনায়ক), রিয়াজ হাসান, মুনিম শাহরিয়ার, ফরমাউল্লাহ সাফি, আবু জায়েদ রাহী ও মুস্তাফিজুর রহমান।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: আরিফুল হক (অধিনায়ক), রাকিম কর্নওয়াল, রনি তালুকদার, জাকের আলী (উইকেটরক্ষক), জাকির হাসান, অ্যারন জোন্স, জর্জ মানসি, নাহিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিস টপলি ও আল-আমিন হোসেন।

(ঢাকাটাইমস/১০ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিন: সরকারকে বাংলাদেশ ন্যাপ
অতিথি পাখিতে মুখরিত মানিকগঞ্জের গোপীনাথপুর বিল
পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দায় সরকার
তানজিদ তামিমের অর্ধশতকে ১৩৯ রানে থামল ঢাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা