ভাটারা থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো নুসরাত ফারিয়াকে, আজই পাঠানো হবে আদালতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৫, ১৭:৪৬| আপডেট : ১৮ মে ২০২৫, ১৮:১০
অ- অ+

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ভাটারা থানায় থাকা হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়েছি পুলিশ।

রবিবার বিকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিমানবন্দর থেকে আটক নুসরাত ফারিয়া ভাটারার একটি হত্যা চেষ্টা মামলা এজাহারনামীয় আসামি। তাকে ওই মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে। আজই তাকে আদালতে পাঠানো হবে।’

এর আগে রবিবার সকালে ঢাকা ছাড়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান এই অভিনেত্রী। তার গন্তব্য ছিল থাইল্যান্ড। তবে তার বিরুদ্ধে মামলা থাকায় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তার বিদেশেযাত্রা আটকে দেয়। ডাকা হয় ভাটারা থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশকে। আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতিতে নুসরাত ফারিয়াকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

পরে নুসরাত ফারিয়াকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনচলাকালে এনামুল হক নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতন হলে এনামুল হক আদালতের আদেশে ভাটারা থানায় মামলা করেন।

হত্যাচেষ্টার ওই মামলায় আসামি করা হয়— অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া ও অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে। তাছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন এবং অজ্ঞাতনামা তিন-চারশ’জনকে ওই মামলায় আসামি করা হয়েছে।

মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া। প্রয়াত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটি তৈরি হয়েছিল বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। ২০২৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় ফারিয়া ছাড়াও আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদসহ আরও অনেকে অভিনয় করছেন।

(ঢাকাটাইমস/১৮মে/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
শিগগিরই তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দিবেন: মোস্তফা জামান 
মিরপুরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে
শ্রীপুরে চায়না-৩ জাতের লিচুতে চাষির মুখে হাসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা