মিরপুরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের এক ঘন্টার বেশি সময়ের চেষ্টায় রাজধানীর মিরপুর-১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তিনি জানান, এদিন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে রাজধানীর মিরপুর-১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে আগুনের আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে রাত ৮টা ১০ মিনিটে মিরপুর ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর ধাপে ধাপে মোট সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
(ঢাকাটাইমস/১৮মে/এমআর)

মন্তব্য করুন