নুসরাত ফারিয়া গ্রেপ্তার হওয়া মামলায় আসামি আরও যেসব শোবিজ তারকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৫, ১৯:৫০
অ- অ+

দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটকের পর অভিনেত্রীকে নেওয়া মিন্টো রোডের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে, সেখানে জিজ্ঞাসাবাদ শেষে ডিএমপির ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের মধ্যে গুলিবিদ্ধ এনামুল হক নামের এক ব্যক্তির আদালতে আবেদনের প্রেক্ষিতে ভাটারা থানায় মামলাটি রজু হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলাটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিন-চার’শ জনকে আসামি করা হয়েছে। যার মধ্যে শোবিজ অঙ্গনের নুসরাত ফারিয়া ছাড়াও শেখ হাসিনা সরকার ঘনিষ্ঠ ১৭ অভিনেতা-অভিনেত্রীর নাম রয়েছে।

মামলাটির আসামি তালিকায় রয়েছে- চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনূর, উর্মিলা শাবন্তী কর, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জাকিয়া মুন, তানভীন সুইটি, সুবর্ণা মোস্তফা, আজিজুল হাকিম, আশনা হাবিব ভাবনা, সাইমন সাদিক, জায়েদ খান, রোকেয়া প্রাচী, তারিন জাহান ও জ্যোতিকা জ্যোতির নাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঢাকার ভাটারা থানাধীন এলাকায় আন্দোলনের সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লেগে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

মামলায় বাদী অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলন দমন করতে আসামিরা সরকারকে আর্থিক ও প্রভাবগত সহায়তা দিয়েছেন, যা পরোক্ষভাবে সহিংসতা উসকে দেয়।

তার দাবি, এই ঘটনায় প্রত্যক্ষভাবে অংশ না নিলেও অভিযুক্ত তারকারা আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেন এবং আর্থিক সহায়তা দিয়ে দমনপীড়নে অংশগ্রহণ করেন।

পুলিশ ঊর্ধ্বতন একটি সূত্র জানিয়েছে, নুসরাত ফারিয়া ছাড়া এই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া তারকা আসামিদের ওপরও বিশেষভাবে নজরদারি রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮মে/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
শিগগিরই তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দিবেন: মোস্তফা জামান 
মিরপুরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা