টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৫, ২৩:৩৮| আপডেট : ১৮ মে ২০২৫, ২৩:৫৫
অ- অ+

স্বপ্ন ছিল শিরোপা জয়ের, ছিল ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞাও। সেই স্বপ্নের লড়াইয়ে শেষ হাসি হাসতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রুদ্ধশ্বাস ও উত্তেজনাপূর্ণ এক ফাইনালে টাইব্রেকারে হেরে যুব সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা হারিয়েছে বাংলাদেশ। ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় ভারত।

রবিবার ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে খেলার শুরুতেই যেন ছন্দপতন ঘটে বাংলাদেশের জন্য। দ্বিতীয় মিনিটেই মাঝমাঠ থেকে নেওয়া ভারতের অধিনায়ক শামির একটি দূরপাল্লার ফ্রিকিক বাংলাদেশের জালে ঢুকে পড়ে।

প্রথমার্ধজুড়ে ভারতের একের পর এক আক্রমণে রীতিমতো ব্যস্ত ছিল বাংলাদেশের ডিফেন্স লাইন। তবে রক্ষণ সামলেই ক্ষান্ত হয়নি বাংলাদেশের ছেলেরা। মাঝে মাঝে পাল্টা আক্রমণ করলেও গোলমুখে গিয়ে ভুগেছে তারা ফিনিশিং দুর্বলতায়।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মানসিকতা নিয়ে মাঠে নামে বাংলাদেশ। খেলার ৬১তম মিনিটে কোচের কৌশলে মাঠে নামা 'সুপার সাব' জয় আহমেদ বদলে দেন ম্যাচের রঙ। দুর্দান্ত এক গোল করে দলকে সমতায় ফেরান তিনি। এরপর ম্যাচে ফিরে আসে উত্তেজনা, জমে ওঠে লড়াই।

নির্ধারিত সময়ের বাকিটা জুড়ে দুই দলই একে অপরকে চাপে রাখার চেষ্টা করলেও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে ইসমাইল হোসেন ভারতীয় ফরোয়ার্ড রোহেন সিংয়ের শট আটকিয়ে বাংলাদেশকে শিরোপার কাছে নিয়ে আসেন। কিন্তু টাইব্রেকারে নাজমুল হুদা এবং সালাহ উদ্দিন শাহেদের ব্যর্থ শট বাংলাদেশের স্বপ্নে জল ঢেলে দেয়। ভারতের গোলরক্ষক সুরজ শাহেদর শট সেভ করে এবং ভারতের অধিনায়ক শামি শেষ শট নিয়ে পুরো স্টেডিয়ামকে আনন্দে ভাসান।

এতে ৪-৩ ব্যবধানে টাইব্রেকারে জয়ী হয়ে ভারত চ্যাম্পিয়ন হয় এবং বাংলাদেশ শিরোপা হাতছাড়া করে হতাশায় বিদায় নেয়।

এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে ভারত।

(ঢাকাটাইমস/১৮মে/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০ মিনিটে ৩০ ক্ষেপণাস্ত্র আঘাত করল ইসরায়েলে
ইরানে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধের হুঁশিয়ারি, উদ্বেগ প্রকাশ মেসেজিং অ্যাপটি
এবার অতি উচ্চগতির ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বর্ষায় যেভাবে নিজেকে সুস্থ ও সুরক্ষিত রাখবেন, জেনে নিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা