পথচারী ও সাইকেলিস্টদের নিরাপত্তা নিশ্চিতে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নের দাবি

পথচারী ও সাইকেল চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে বিভিন্ন যুব সংগঠন ও সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট সংগঠনসমূহ।
রবিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত ৮ম ইউএন গ্লোবাল রোড সেফটি উইক উপলক্ষে এক যুব ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য তুলে ধরে বক্তারা জানান, বিশ্বজুড়ে রোডক্র্যাশে নিহতদের মধ্যে অর্ধেকের বেশি হচ্ছেন পথচারী, সাইকেল ও মোটরসাইকেল আরোহী। ঢাকার মতো জনবহুল ও যানজটপূর্ণ শহরে সাইকেল চালানো ও হাঁটা কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হলেও নিরাপদ অবকাঠামোর অভাবে এ দুটি পরিবহন পদ্ধতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর নির্বাহী পরিচালক নীলিমা আখতার। তিনি বলেন, ‘হাঁটা এবং সাইকেল চালানোর অভ্যাস গড়ে তুলতে হবে। এতে যেমন স্বাস্থ্য ভালো থাকে, তেমনি পরিবেশও রক্ষা পায়। একইসঙ্গে কমে চিকিৎসা ব্যয় ও সড়ক দুর্ঘটনা।’
আয়োজনে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান। তিনি বলেন, ‘সরকারের কৌশলগত পরিকল্পনায় হাঁটা ও সাইকেলবান্ধব অবকাঠামো অন্তর্ভুক্ত করতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু, ভাইটাল স্ট্রাটেজিস বাংলাদেশের টেকনিক্যাল অ্যাডভাইজর আমিনুল ইসলাম সুজন, বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর আবু রুশদ মো. রুহুল আমিন, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত এবং বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির সভাপতি ইফতিখার আহমেদ সাকিব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং-এর সমন্বয়কারি মারজানা মুনতাহা।
অনুষ্ঠান শেষে উপস্থিত তরুণ সদস্যরা প্রধান অতিথির হাতে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবিতে একটি স্মারকলিপি তুলে দেন।
(ঢাকাটাইমস/১৮মে/এলএম/এসএ)

মন্তব্য করুন