হঠাৎ কেন থাইল্যান্ড যাচ্ছিলেন নুসরাত ফারিয়া? জানা গেল কারণ

রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। রবিবার দুপুরে থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
আটকের পর অভিনেত্রীকে হস্তান্তর করা হয় গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে। পরবর্তীতে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে নুসরাত ফারিয়া আটকে পর প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন থাইল্যান্ড যাচ্ছিলেন এই নায়িকা। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য না পাওয়া গেলেও নুসরাত ফারিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছিলেন। এজন্য আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তার।
২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মধ্য দিয়ে বড়া পর্দায় অভিষেক হয় ফারিয়ার। এরপর ২০২৩ সালে শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি।(ঢাকাটাইমস/১৮মে/এলএম/এমআর)

মন্তব্য করুন