বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৫, ০১:০০
অ- অ+

হযরত বারাকাহ (রা.)-এর পুণ্য স্মৃতি নিয়ে প্রতিষ্ঠিত দি বারাকাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মরহুম বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) বেলা ১১টায় রাজধানীর ইস্কাটনের বিয়াম অডিটোরিয়ামে বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠানশিরোনামে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. শামসুল আলম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার ড. মিয়া মোহাম্মদ আইয়ুব, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, ট্রপিক্যাল হোমসের ম্যানেজিং ডিরেক্টর রবিউল হক।

বারাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে দোআ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারাকাহ ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ প্রফেসর ডা. এম. ফখরুল ইসলাম।

দোআ অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বারাকাহ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ আফজালুল করিম, ধন্যবাদ জ্ঞাপন করেন সাহাবুদ্দিন মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. রুহুল আমিন।

উপস্থিত সুধীজনদের মধ্যে বিভিন্ন বক্তা বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বারাকাহ ফাউন্ডেশনের অধীন হাসপাতালগুলোর উত্তরোত্তর উন্নয়নের জন্য বিচারপতি আবদুর রউফ সব সময় দিকনির্দেশনা দিতেন। তিনি দরিদ্র রোগীদের স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে সব সময় উৎসাহিত করতেন। বারাকাহ ফাউন্ডেশনের প্রাণপুরুষ বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফের মৃত্যুতে বারাকাহ পরিবার গভীর শোক প্রকাশ করে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে। দুআ মোনাজাতের মাধ্যমে শেষ হয় স্মরণসভা।

দোআ মুনাজাত পরিচালনা করেন বারাকাহ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইনসাফ বারাকাহ হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, জেনারেল ম্যানেজার একাউন্ট এন্ড ফাইনান্স মোজাফফর হাসান খান মজলিস, বারাকাহ জেনারেল হাসপাতালের জিএম শাহজাহান সিরাজ, ডিজিএম আল কাইয়ুম আল ফয়সাল, এজিএম মুহা. হাফিজুর রহমান, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর মো. নজরুল ইসলাম শাওন, বারাকাহ ফাউন্ডেশনের ম্যানেজার মনোয়ার হোসেন রানা, এসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) হোসাইন মোহাম্মদ দুলাল, আব্দুল কুদ্দুস, মো. সোহরাব আকন্দ, মো. হিরো মিয়া প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিএনপি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা