শাকিব খানের শুটিং সেটে প্রাণ গেল স্টান্টম্যানের, যা জানা গেল

শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে রাজশাহীতে। শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামের এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে।
ছবির পরিচালক রায়হান রাফী বলেন, শনিবার (৩ মে) বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ওই স্টান্টম্যানকে মৃত বলে ঘোষণা করেছেন।
তিনি বলেন, মনির শট দিয়েছেন দুপুরের দিকে। শট দেওয়ার পর সুস্থ ছিলেন। সবার সঙ্গে গল্প করছিলেন। এক-দুই ঘণ্টা পর হঠাৎ করে তার শরীর খারাপ করে। তারপর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার জানান, মনির মারা গেছেন। আমরা তার মরদেহ ঢাকায় তার পরিবারের কাছে পাঠিয়েছি। আমরা চেষ্টা করব তার পরিবারের পাশে থাকার।
জানা যায়, নারায়ণগঞ্জের বাসিন্দা ছিলেন মনির। বেশ কয়েক বছর ধরে স্টান্টম্যান হিসেবে চলচ্চিত্রে কাজ করছিলেন তিনি।
(ঢাকাটাইমস/০৪মে/এলকে)

মন্তব্য করুন